রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০২ মে ২০২২

রাঙ্গামাটির বরকল উপজেলার ছোট হরিণা থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। রোববার (১ মে) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ছোট হরিণার ছত্রাছড়া এলাকায় অভিযান চালায় ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় তিনটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র একটি এবং সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের কাপড় ও ব্যক্তিগত মালামাল উদ্ধার করা হয়।

bgb1

ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিক জানান, বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শংকর হোড়/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।