চাঁদপুরে সুজিত রায় নন্দীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৭ মে ২০২২
হাইমচরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

ঈদের পরদিন বুধবার (৪ মে) সকাল থেকে ঈদের তৃতীয় দিন গভীর রাত পর্যন্ত ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

চাঁদপুর পুলিশ সুপারের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন সুজিত নন্দী। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

jagonews24

চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সুজিত রায় নন্দী।

এরপর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মিঠু ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সুজিত নন্দী। এ সময় ফরিদা ইলিয়াছের মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

পরে চাঁদপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মিজান মাঝির জানাজায় অংশ নিয়ে সেখানে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য দেন সুজিত নন্দী।

এছাড়া বুধবার রাতে চাঁদপুর শহরের কালিবাড়ি, ওয়্যারলেস মোড়, বাবুরহাট, নতুনবাজার, বড় স্টেশন, পালবাজার, বিপনীবাগসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদের তৃতীয় দিন (বৃহস্পতিবার) সকাল থেকেই সুজিত নন্দীর সঙ্গে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে শহরের ফরাক্কাবাদ কুমুড়ুয়ায় তার নিজ বাড়িতে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় কোলাকুলি ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে অগনিত মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

jagonews24

পরে দুপুর ১২টায় হাইমচর উপজেলার বাইতুল জামে মসজিদ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সুজিত নন্দী। অনুষ্ঠান শেষে হাইমচরের বাংলাবাজার, নয়ানী, ঢেলের বাজার, তেলীর মোড়, জনতা বাজার, আলগীবাজার, হাইমচর বাজার ও চরভৈরবীসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এছাড়াও চাঁদপুর সদরের ফরক্কাবাদ বাজার, ঐতিহ্যবাহী মমিনবাড়ি মাদ্রাসা, রানীর হাট বাজার, মদিনা মার্কেট, চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসইউজে/এমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।