কমলগঞ্জে এক বাড়িতেই সাত গরু চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে একই বাড়িতে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকার গরু পালনকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার (৬ মে) দিনগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
দরগাহপুর গ্রামের মো. নিজামুল বখস ও তার চাচা মো. মুমিন বখস জাগো নিউজকে বলেন, রাতে গরু গোয়াল ঘরে বেঁধে রেখেছি। ভোরে উঠে দেখি গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে আমরা ঘটনাটি শমশেরনগর ফাঁড়ি পুলিশকে জানাই। আমাদের গরুর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা হবে।
ওই এলাকার আব্দুল ওয়াহিদ জাগো নিউজকে বলেন, একসঙ্গে সাতটি গরু চুরির ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গরু চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
আব্দুল আজিজ/এমআরআর/জেআইএম