ফরিদপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৮ মে ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে জোড়া খুনের মামলায় স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৮১ জনের নামে মামলা করা হয়েছে। এদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় বোয়ালমারী থানায় মামলাটি করেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈত্তরকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য বিরোধের জেরে আসামিরা দীর্ঘদিন ধরে বাদী গোলাম মোস্তফা জামান সিদ্দিকী, তার পরিবার এবং দলীয় লোকজনদের খুন-জখম করার ষড়যন্ত্র করছিলেন। ঈদের দিন (৩ মে) আসামিরা বাদীপক্ষের লোকদের ঘেরাও করে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটান। এক পর্যায়ে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতিপক্ষের হামলায় আকিদুল মোল্যা (৪৫) ও খায়রুল ইসলাম (৪৬) দুজন মারা যান।

এ ঘটনার চারদিন পর শনিবার রাতে গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলাটি করেন। পরে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-গোহাইলবাড়ি গ্রামের নওশের শেখ (৪৫), একই গ্রামের দেলোয়ার মোল্যা (৩৪), চণ্ডিবিলা গ্রামের মতিয়ার রহমান (৪২) ও দেলোয়ার (৪০)।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জাগো নিউজকে বলেন, জোড়া খুনের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।