কিশোরগঞ্জে হাজতির মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জ কারাগারে মাদক মামলার আটক মো. শামীম (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) ভোরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. শামীম বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের মৃত কালা চান মিয়ার ছেলে।
জেল সুপার মো. বজলুর রশীদ জানান, বিচারাধীন মাদক মামলার আসামি মো. শামীম। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নূর মোহাম্মদ/আরএইচ/জিকেএস