১৮ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পলাতক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ মে ২০২২
গ্রেফতার রেজাউল করিম

বগুড়ায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১২ বছর পর রোববার (৮ মে) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেজাউল করিম বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেজাউল করিমের বগুড়ায় ঢালাই কারখানা ছিল। এই ব্যবসার সুবাদে তিনি বগুড়ায় বিভিন্ন ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেন। এক পর্যায়ে তার ব্যবসার মন্দাভাব দেখা দিলে তিনি ২০১০ সালে বগুড়া থেকে পালিয়ে যান। পরে তিনি পাঁচ বছর মালয়েশিয়ায় থেকে আবার দেশে ফিরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় আত্মগোপন করে থাকেন। এর মধ্যে ২০১৪ সাল থেকে পরপর ১০টি মামলায় তার মোট ১৮ বছরের সাজা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ১৮ বছরের সাজা থেকে বাঁচতে তিনি ১২ বছর পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।