ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ভোলায় বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৯ মে ২০২২
‘অশনি’র প্রভাবে ভোলার সাত উপজেলায় বৃষ্টি হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ভোলার সাত উপজেলায় মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (৯ এপ্রিল) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও দুপুর পৌনে ১টার দিকে বৃষ্টির মাত্রা বাড়ে। ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ভারী বর্ষণ হয়েছে।

ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, ‘অশনি’র প্রভাবে ভোলার সাত উপজেলায় বৃষ্টি হচ্ছে। ভোলা সদরে গুড়িগুড়ি, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, মনপুরা উপজেলায় হালকা ও তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ভারী বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে- কয়েক ঘণ্টা পর বৃষ্টি বাড়তে পারে। ৪৩ মিলিমিটার থেকে ৮৯ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিপিপির এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ভোলায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ভোলার সাত উপজেলায় সিপিপির সাতটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া ১৩ হাজার ৬০০ জন সিপিপি স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।