ফরিদপুরে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৯ মে ২০২২
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মে) সকালে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পথচারীরা সোমবার সকালে প্রথমে মরদেহটি দেখতে পান। পরবর্তীকালে তারা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উদ্ধার করা হয়। উদ্ধার যুবকের বয়স ২২ থেকে ২৩ বছর হবে। তবে পরিচয় শনাক্ত করার মতো মরদেহের আশপাশে কিছু পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জাগো নিউজকে বলেন, অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।