সাবেক স্বামীর প্রতিহিংসার বলি হলেন তামান্না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১০ মে ২০২২

সাতক্ষীরার পাটকেলঘাটায় অ্যাসিড জাতীয় পদার্থে দগ্ধ তরুণী তামান্না খাতুন মারা গেছেন। সোমবার (৯ মে) রাত ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তামান্না খাতুন তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় বাড়ির পাশে কপোতাক্ষ নদীর পাড়ে স্বামীসহ বসে ছিলেন তামান্না (২৫)। এসময় তাকে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে হত্যার চেষ্টা করেন সাবেক স্বামী সাদ্দাম হোসেন। এরপর থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তামান্না।

এ ঘটনায় তামান্নার বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ৬ জনের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া প্রবাসী। 

তামান্নার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (১০ মে) তার মৃতদেহ সাতক্ষীরার পাটকেলঘাটায় আনা হবে। এদিন বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। এরই মধ্যে মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনিও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তামান্নার স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, সাদ্দাম হোসেন নিজের গায়ে আগুন জ্বালিয়ে একসঙ্গে মরবেন বলে তামান্নাকে জড়িয়ে ধরেন। তখন তিনজনই কম-বেশি দগ্ধ হন।

আহসানুর রহমান রাজীব/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।