কমলগঞ্জে উদ্ধার সুন্ধি কাছিম লাউয়াছড়ায় অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১০ মে ২০২২
উদ্ধার হওয়া দুটি সুন্ধি কাছিম লেকে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে উদ্ধার হওয়া দুটি সুন্ধি কাছিম লেকে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকেলে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেকে কাছিমগুলো অবমুক্ত করা হয়।

এর আগে সকালে শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকায় এক ব্যবসায়ী কাছিম দুটি বিক্রি করতে নিয়ে আসেন। পরে এসইডব্লিউ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সেখানে উপস্থিত হন। এ সময় বিক্রেতারা কৌশলে পালিয়ে যান। পরে বিষয়টি তারা বন বিভাগকে জানালে তারা কাছিম দুটি উদ্ধার করে নিয়ে যান।

পরে বিকেলে সবার উপস্থিতিতে কমলগঞ্জের লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেকে কাছিম দুটি অবমুক্ত করা হয়। বিক্রেতারা পালিয়ে যাওয়ার কারণে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কাছিম দুটি লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়েছে।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।