বৈরী আবহাওয়া: সাজেকে রাষ্ট্রপতির সফর স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:৫০ এএম, ১১ মে ২০২২
ফাইল ছবি

ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২-১৪ মে, ২০২২ রাঙ্গামাটির সাজেক সফর ঘূর্ণিঝড় (অশনি) এর প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।

এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা উনাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে রাষ্ট্রপতি সফর স্থগিত করেছেন।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।