মাদক মামলায় ‘ভদ্রবেশি’ সিঁধেল চোর কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১১ মে ২০২২
র‌্যাবের হাতে গ্রেফতার সিঁধেল চোর নাজিম উদ্দিন

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে মো. নাজিম উদ্দিন (২৪) নামে ‘ভদ্রবেশি’ এক সিঁধেল চোরকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া একটি চুরির মামলাও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) রাতে সোনাইমুড়ীর বজরা মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার পলাতক আসামি ও ভদ্রবেশি সিঁধেল চোর মো. নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, গ্রেফতার নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২০২০ সালের ২৮ ডিসেম্বর দায়ের হওয়া মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিঁধ কেটে চুরির মামলাও চলমান আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।