সম্পত্তির লোভে বাবাকে হত্যা: মেয়েসহ জামাই ও নাতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১১ মে ২০২২

নোয়াখালীর কবিরহাটে সম্পত্তির লোভে নিজের বাবা মহিউদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার দায়ে মেয়েসহ জামাই ও নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) ভোরে গাজীপুর সদরের জয়দেবপুর সালনা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নিহত মহিউদ্দিনের মেয়ে শাহিনা আক্তার (৩৭), জামাই মো. নুরনবী সুমন (৪০) ও নাতি মো. ইউসুফ নবী শামিম (১৮)। তারা সবাই কবিরহাটের সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের বাসিন্দা।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় আপন মেয়ে, জামাই ও নাতি বৃদ্ধ মহিউদ্দিনকে সম্পত্তির লোভে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় বৃদ্ধের আরেক মেয়ে বিবি কুলসুম লাভলী চারজনকে আসামি করে মামলা দায়ের করলে তারা পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামি মো. ইউসুফ নবী অন্তর পলাতক রয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারদের হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠান বিচারক।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।