কাহালুতে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, পৌর কাউন্সিলরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১১ মে ২০২২
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফের এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ মে) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ আদেশ দেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চলায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আরিফের তিনটি গুদাম থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ওই সব তেল আগের মূল্য ১৬০ টাকা লিটার হিসেবে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশনা দিয়ে তাৎক্ষণিক হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়েছে।

বগুড়া/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।