কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, বন্ধু নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১১ মে ২০২২
নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চলছে

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে লোকেশ বৈদ্য (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার বন্ধু অপূর্ব সাহা। তাদের অন্য বন্ধু দিয়ান সাহাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাপ্তাই উপজেলার সীতারঘাট এলাকায় তিন বন্ধু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজ তরুণদের উদ্ধারে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালালে প্রথমে দিয়ান সাহাকে জীবিত উদ্ধার করা হয়। পরে সাড়ে ৫টার দিকে মৃত অবস্থায় লোকেশ বৈদ্যকে উদ্ধার করা হয়। তাদের আরেক বন্ধু দিয়ান সাহাকে উদ্ধারে অভিযান চলছে।

jagonews24

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, চট্টগ্রাম নগর থেকে তারা কাপ্তাইয়ে ঘুরতে এসেছেন বলে জানা গেছে। বিকেলে তারা গোসল করতে নামলে নদীতে তলিয়ে যান। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দিলে তারা অভিযান চালান।

তিনি আরও বলেন, অভিযানে দিয়ান সাহাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বন্ধু লোকেশ বৈদ্যর মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে অপূর্ব সাহা। তাকে উদ্ধারে অভিযান চলছে।

শংকর হোড়/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।