খেলা চলাকালীন ফুটবল মাঠেই মারা গেলেন ফয়সাল

নোয়াখালীর কবিরহাটে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল প্রতিযোগিতা চলাকালীন মো. ফয়সাল হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে নূর সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফয়সাল হোসেন ওই গ্রামের ননা মিয়া বেপারী বাড়ির আবুল কালাম ওরফে কালা মিয়ার ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
স্থানীয় শাহাদাত হোসেন মাসুদ জানান, বিকেলে স্থানীয়দের উদ্যোগে নূর সোনাপুরের একটি মাঠে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। ফয়সাল অবিবাহিত একাদশের হয়ে মাঠে নামেন। খেলার শেষ পর্যায়ে মাঝ মাঠে হঠাৎ করে বুকে হাত দিয়ে বসে পড়েন ফয়সাল। এর কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, রাত ১০টায় জানাজা শেষে ফয়সাল হোসেনের মরদেহ পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ ফেরত আসে।
ইকবাল হোসেন মজনু/এসআর