পৌর মেয়রের গোডাউনে তেল মজুত, জরিমানা লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৩ মে ২০২২

নাটোরে এক পৌর মেয়রের গোডাউনসহ অন্যান্য দোকান থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বুধবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এই তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় অবৈধ মজুত ও বাড়তি দাম রাখায় ৬ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকারের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, বড়াইগ্রামের মৌখাড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মাজেদুল বারী নয়ন। তিনি আবার বড়াইগ্রাম পৌরসভার মেয়র। তার গোডাউনে র‌্যাবকে নিয়ে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে জব্দ করা হয় তিন হাজার লিটার সয়াবিন তেল। এছাড়া ওই মেয়রকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

jagonews24

একই সময়ে পার্শ্ববর্তী আল মামুন স্টোর থেকে ৯ লিটার সয়াবিন তেল জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক আরও জানান, পরবর্তীতে নাটোর সদরের নিচাবাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি ও অবৈধ মজুত রাখায় কুন্ডু সাহা স্টোর থেকে ১০ লিটার সয়াবিন তেল জব্দ এবং আট হাজার টাকা জরিমানা, সোনালী স্টোর থেকে ৮৫ লিটার তেল জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা, লিটন স্টোর হতে ৫৫ লিটার তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম ও দোকান হতে দুই হাজার লিটার তেল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়।

অভিযানে র‌্যাব ৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুর ইসলামসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।

রেজাউল করিম রেজা/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।