আত্রাইয়ে ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৩ মে ২০২২
আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে

নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলামের গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শরিফুল মণ্ডল, নাইম হোসেন ও হাসান আলী। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বনগ্রাম গামে। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গড়িটি উপজেলার ঘোষগ্রাম মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ইউএনওর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে পাকা সড়কে ছটিকে পড়ে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুত্বর আহত শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

jagonews24

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. আনছার আলী বলেন, আহতদের মধ্যে শরিফুল গুরুত্বর আঘাত পেয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, সড়কের বাম পাশ দিয়ে আমরা উপজেলার বান্দায়খাড়া যাচ্ছিলাম। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। রাজশাহীতে একজনের চিকিৎসা চলছে। তার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।