মৌলভীবাজারে মজুত ৯১৬৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৪ মে ২০২২
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে মজুত করে রাখা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মে) উপজেলার মুন্সীবাজারের মেসার্স সালাউদ্দিন স্টোর থেকে তেলগুলো জব্দ করা হয়। এসময় দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযানে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমীন। এসময় মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত করে রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

এ বিষয়ে মো. আল আমীন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আব্দুল আজিজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।