নীলফামারীতে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৪ মে ২০২২
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নেমে মতিউর রহমান কালু (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার কামার পুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কালু একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুস সাত্তারের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করছিলেন দুজন নির্মাণ শ্রমিক। এর মধ্যে মতিউর রহমান কালু সেপটিক ট্যাংকের ভেতর প্রবেশ করে সাটারিং খুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ওপরে থাকা শ্রমিক তার সাড়া না পেয়ে সাত্তারের পরিবারের সদস্যদের জানান। কালুকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করার সময় একজন শ্রমিক অসুস্থ হয়ে মারা যান।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।