তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৬ মে ২০২২
ফাইল ছবি

সাতক্ষীরার কালীগঞ্জে ভাড়াবাড়ি থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহরপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের সঙ্গে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালীগঞ্জ উপজেলা পরিষদের পাশে ভাড়াবাড়িতে বসবাস করতো। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এরই সূত্র ধরে শনিবার (১৪ মে) দিবাগত রাতে রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়।

রোববার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে। তবে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছেন। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।