সড়ক সম্প্রসারণে নাটোর শহরে চলছে উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৬ মে ২০২২
নাটোর শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ

নাটোর শহরের প্রধান সড়ক সম্প্রসারণের জন্য ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। সোমবার (১৬ মে) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, শহরের অভ্যন্তরে চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশে অধিগ্রহণ করা এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সকাল থেকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ-সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।

Natore-2.jpg

অভিযানে নাটোর প্রেস ক্লাব ছাড়াও শহরের শত বছরের পুরাতন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তিন দিনব্যাপী এ অভিযান চলবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।

জানা গেছে, ৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ শুরু হয় ২০১৭ সালে। তবে মামলাসহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল এ কাজ।

রেজাউল করিম রেজা/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।