শত্রুতার জেরে পুুকুরে বিষ, মরে ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৬ মে ২০২২

ঝিনাইদহে পুকুরে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। রোববার (১৫ মে) রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্যচাষি বাবুল মণ্ডলের পুকুরে এ বিষ দেওয়া হয়।

বাবুল মণ্ডল জানান, বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরে ৮ মাস আগে বিভিন্ন জাতের পাঁচ মণ মাছের পোনা ছাড়েন। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন। সোমবার (১৬ মে) সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন। দুপুর পর্যন্ত পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

বাবুল মণ্ডল অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে প্রতিবেশী ছমির মোল্লার সঙ্গে তার বিরোধ হয়। এরপর থেকে তারা মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। রোববার রাতে তারা বাড়িতে মিটিংও করেছেন। আমাদের পুরো সন্দেহ ছমির মোল্লা ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছেন।’

jagonews24

এ ব্যাপারে অভিযুক্ত ছমির মোল্লা বলেন, ‘আমরা এ কাজ করিনি। আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করলো আপনারা তদন্ত করে দেখেন।’

হরিশংকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু আলম লালু বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারা একটি ন্যাক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে বিরোধ থাকতেই পারে। তাই বলে মাছ নিধন করা খুবই জঘন্যতম কাজ।’

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।