নওগাঁয় মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা

নওগাঁয় মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি ও গ্যাসের মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, শহরের বালুডাঙা বাসস্ট্যান্ডে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রির অপরাধে লাবলু স্টোরের মালিক লাবলুকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা গুডলাক গ্যাস ভান্ডারের মালিক শ্রী স্বপনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি দোকানে মানুষের খাবারের পাশাপাশি গো-খাদ্য বিক্রির অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শামীম হোসেন।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/এসআর/এমএস