‘প্রেমের টানে পালানোর’ ক্ষতিকর দিক বোঝাতে শ্রেণিকক্ষে পুলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমঘটিতে কারণে অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রীদের ‘উধাও ঠেকাতে’ প্রত্যেক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সচেতনতামূলক সভা করছে থানা পুলিশ।
বুধবার (১৮ মে) বিকেলে বসুরহাট একাডেমি উচ্চ বিদ্যালয়ে ও বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে রঙমালা উচ্চ বিদ্যালয়ে এমন সভার আয়োজন করা হয়।
এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘এলাকায় ইভটিজিং, বাল্যবিয়ে, অসম প্রেম, অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের পলায়নসহ সামাজিক ব্যাধি রোধে সচেতনতা তৈরিতে বিদ্যালয়ে বিদ্যালয়ে এমন কর্মসূচি পালন করছে পুলিশ। এসব বিষয়ের কুফল ও পরিণতি সম্পর্কে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের ধারণা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ ধরনের ক্লাসের আয়োজন করা হবে।’
এর আগে বুধবার দুপুরে থানার ওপন হাউজ ডে অনুষ্ঠানে এসএম মিজানুর রহমান বলেন, ‘কোম্পানীগঞ্জে গত এক সপ্তাহে বিভিন্ন বিদ্যালয়ের নবম-দশম শ্রেণিতে পড়ুয়া ১৩ ছাত্রী প্রেমের টানে উধাও হয়ে গেছে। এর মধ্যে পাঁচজনকে পুলিশ উদ্ধার করেছে। দুজনকে শনাক্ত করা যায়নি। বাকিরা তাদের পরিবার বিয়ে মেনে না নিলে আত্মহত্যার হুমকি দিয়ে পলাতক রয়েছে।’
এ বিষয়ে বুধবার ‘কোম্পানীগঞ্জে এক সপ্তাহে ১৩ স্কুলছাত্রী উধাও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম। প্রতিবেদনটি ব্যাপক আলোচিত হয়।
বসুরহাট একাডেমির শ্রেণিকক্ষের সচেতনতা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, সেক্রেটারি আমির হোসেন, সদস্য মিজানুর রহমান সেলী, ফরহাদ হোসেন ভুইয়া মুকুল, আফতাব আহমেদ বাচ্চু, ফারুকুল ইসলাম, সাইফ উদ্দিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বসুরহাট একাডেমি পরিচালনা কমিটির সেক্রেটারি আমির হোসেন জাগো নিউজকে বলেন, ‘নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও প্রেমের টানে পালানোর ক্ষতিকারক দিক নিয়ে থানার পক্ষ থেকে সচেতনতার আয়োজন করা হয়। এ সময় ছাত্রছাত্রীরা এসব পথে না যাওয়ার শপথ করে।’
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস