স্বামী ‘ফোন না ধরায়’ অভিমানে স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৯ মে ২০২২
ফাইল ছবি

নীলফামারীতে স্বামী ফোন রিসিভ না করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলিফা বেগম (২৫) নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধায় ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি কমিশনার পাড়ায় এ ঘটনা ঘটে।

আলিফা বেগম চিকনমাটি কমিশনার পাড়ার মাহাতাব হোসেনের মেয়ে ও রামগঞ্জ এলাকার জনি ইসলামের স্ত্রী। তাদের তিন বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলর আনারুল ইসলামের ভাষ্যমতে, আলিফা বেগম অসুস্থ ছিলেন। দুদিন আগে তার ভাই আব্দুস সালাম চিকিৎসার জন্য ঢাকা থেকে তাকে ডোমারে নিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল থেকে আলিফা বেগম তার স্বামী জনি ইসলামকে একাধিকবার ফোন দেন। তবে তিনি ফোন রিসিভ করেননি। এতে মন খারাপ ছিল আলিফা বেগমের। এরই এক পর্যায়ে সবার অগোচরে সন্ধ্যার দিকে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।