নীলফামারীতে যুবদল নেতা শাহিন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২১ মে ২০২২
গ্রেফতার শাহিন আলম শান্ত

নীলফামারীর ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্তকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন উপজেলার সদর ইউনিয়নের শমসের আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শাহিন আলম শান্তর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। পরে অভিযান চালিয়ে শহরের আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শাহিন আলম শান্ত দীর্ঘদিন ধরে পলাতক। তাকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।