নীলফামারীতে যুবদল নেতা শাহিন গ্রেফতার

গ্রেফতার শাহিন আলম শান্ত
নীলফামারীর ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্তকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন উপজেলার সদর ইউনিয়নের শমসের আলীর ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শাহিন আলম শান্তর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। পরে অভিযান চালিয়ে শহরের আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শাহিন আলম শান্ত দীর্ঘদিন ধরে পলাতক। তাকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/এএসএম