রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৩ মে ২০২২
পুলিশের হাতে জাল নোটসহ আটক দুজন

রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২২ মে) রাত সাড়ে ১২টায় শহরের লেক ভিউ নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মিলন রহমান (২৮) ও মো. শাহ আলম (৫৫)। মিলনের বাড়ি রাজশাহী জেলার বাঘমারা থানায় ও শাহ আলমের বাড়ি নরসিংদী বলে জানায় গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালনোটসহ তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পেয়ে আরও দুজন পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের এসআই নুরে আলম বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা করেন।

শংকর হোড়/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।