রাঙ্গামাটি আ’লীগের নেতৃত্বে ফের দীপংকর-মুছা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৪ মে ২০২২
দীপংকর তালুকদার (বামে) ও মুছা মাতব্বর

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুছা মাতব্বর।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

আর সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় জেলা কমিটির সহ-সভাপতি কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলরদের ভোটে মুছা মাতব্বর পান ১৩৮ ভোট, কামাল উদ্দীন পান ১০২ ভোট। ভোটে মুছা মাতব্বর পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতারা নির্বাচন পরিচালনা করেন।

শংকর হোড়/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।