রাতে লোকালয়ে আসা ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৫ মে ২০২২
উদ্ধার হওয়া অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে ) রাত ৯টার দিকে বিরাইমপুর শ্মশানঘাট এলাকার পিচঢালা রাস্তা থেকে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। বুধবার জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা রয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জাগো নিউজকে বলেন, রাত ৯টার দিকে ফোন আসে শ্রীমঙ্গল বিরাইমপুর পৌর শ্মশান ঘাট এলাকায় একটি বড় আকৃতির অজগর সাপ রাস্তায় পড়ে আছে। এ অজগরটি ধীরে পিচঢালা পথ পারাপারের চেষ্টা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজরগরটি রাস্তা থেকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, ‘অজগরটি লম্বায় প্রায় ছয় ফুট। পাহাড়ি বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যপ্রাণীরা এখন হরহামেশা লোকালয়ে বেরিয়ে আসছে।’

আব্দুল আজিজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।