পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:১০ এএম, ২৮ মে ২০২২

পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হলে ১২ ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন পাকশি রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম।

শনিবার (২৮ মে) সকাল ১০টায় ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ আবার শুরু হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ার পর থেকে ওই রেল রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনা কবলিত পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন এবং বগিগুলো উদ্ধার করা হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।