জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে শিক্ষাঙ্গনে অরাজকতা চলছে: মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৯ মে ২০২২
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে শিক্ষাঙ্গনে অরাজকতা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা শিক্ষাঙ্গনে অরাজকতা করছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না।’

রোববার (২৯ মে) সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা অতীতে এ দেশে দু:শাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের সুবিধা আদায়ের চেষ্টা করছে হয় তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে এবং দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে এবং মানুষ এখন তাই চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইফসুফ গাজী, সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোশাররফ হোসেন।

নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।