কাপ্তাই হ্রদে নিখোঁজের ১৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ মে ২০২২
ফাইল ছবি

রাঙ্গামাটির কাইন্দার মুখ এলাকায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজের ১৯ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ইমান আলী (৩০) চট্টগ্রামের বাইজিদ এলাকার বাসিন্দা ছিলেন।

রোববার (২৯ মে) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার শিকার হওয়া নৌকাচালক সাইফুল ইসলাম বলেন, লংগদু থেকে রাঙ্গামাটি আসার পথে হঠাৎ ঝড় শুরু হলে লেকের একপাশে বোট থামিয়ে রাখি। পরে ঝড় থামলে আবার রওয়ানা দিই। কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হলে একপর্যায়ে নৌকা ডুবে যায়।

নৌকার আহত যাত্রী শফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার দিকে নৌকাটি ডুবে যায়। তখন ইমান আলী বলেন, তিনি সাঁতার জানেন না। আমরা তাকে বাঁচাতে কিছুক্ষণ ধরে রাখলেও ঢেউ ও বাতাসের কাছে পরাস্ত হই। পরে সাঁতরে নিজেদের জীবন বাঁচাই।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, এলাকাবাসী মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে লংগদু উপজেলার মালাদ্বীপ থেকে লিচু, আম, কলা বোঝাই করে রাঙ্গামাটি সদরে আসার পথে কাইন্দার মুখ এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাচালকসহ তিনজন সাঁতরে কুলে উঠতে পারলেও ইমান আলী সাঁতার না জানায় ডুবে নিখোঁজ হন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।