মানিকগঞ্জে মাহিন্দ্রা খাদে পড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৯ মে ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া মাহিন্দ্রা

মানিকগঞ্জে মালবোঝাই মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২৯ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার হাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাটিপাড়া বেড়িবাঁধ এলাকায় পাকা সড়ক সংস্কার কাজ চলছে। সড়কের কাজের জন্য ওই মাহিন্দ্রায় করে সিমেন্টের খুঁটিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছিলেন চার শ্রমিক। দ্রুতগতির মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তবে রনি মোল্লা নামে স্থানীয় এক যুবক জানান, ওই শ্রমিকদের বাড়ি টাঙ্গাইল জেলায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহিন্দ্রা খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি।

ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, নিহতদের সুরতলহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বি এম খোরশেদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।