যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ৩১ মে ২০২২

যশোর সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রের সিরাজ উদ্দিন (১৫) নামে এক কিশোর বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সিরাজ উদ্দিন নীলফামারীর কোসাইগঞ্জ উপজেলার ডোমার গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জাগো নিউজকে বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে চলতি বছরের ১৫ মার্চ সিরাজকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৮ মে জ্বর, শ্বাসকষ্ট শুরু হলে মোবাইল ফোনে তার পরিবারকে জানানো হয়। একই দিন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করি। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস জাগো নিউজকে বলেন, কিশোর সিরাজ জ্বর, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতা, জন্ডিসে ভুগছিল।

যশোর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার জাগো নিউজকে বলেন, সিরাজ অসুস্থ হলে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়। মারা যাওয়ার পর তার বাবা আব্দুল জলিল ও মা স্মৃতি বেগমের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অ্যাম্বুলেন্সযোগে তারা মরদেহ নীলফামারী জেলায় নিজ বাড়িতে নিয়ে যান।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।