মায়ের সামনে গরম তেলে শিশুর হাত ঝলসে দিলেন বাবুর্চি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫১ এএম, ০১ জুন ২০২২
গরম তেলে ঝলসে যাওয়া শিশুর বাম হাত

হোটেল থেকে বের হওয়ার সময় মায়ের সামনে গরম তেল ঢেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাত ঝলসে দিয়েছেন বাবুর্চি। এ ঘটনায় অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মে) রাতে যশোর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। আহত রাহাত অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুরের মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।

দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ‘তার মা ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে রাতের খাবার খেতে ভৈরব হোটেলে যায়। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের মুখে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে রাহাতের অসাবধানতাবশত ধাক্কা লাগে। ক্ষিপ্ত হয়ে রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেন বাবুর্চি ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। খবর পেয়ে দ্রুত তাকে ইবনেসিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, ‘রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ঝলসে গেছে।’

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রাহাত নামে এক শিশুকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।’

মিলন রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।