স্বেচ্ছাসেবক-ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ জুন ২০২২
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় সদর মডেল থানায় এ অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ মে একটি সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে আবারও ৭৫-এর হাতিয়ার হয়ে আমাদের গর্জে উঠতে হয়, আমরা প্রস্তুত আছি। তার এমন আক্রমণাত্মক বিভ্রান্তিকর বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। তার এ বক্তব্যের সমর্থন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

অভিযোগ পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করছি। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।