শ্রীপুরে গাঁজা-ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০২ জুন ২০২২

গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) উপজেলার টেপিরবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। কবির উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আসকর আলীর ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কবির হোসেন ভাড়া বাড়ির আশপাশের এলাকায় ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কবিরের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা হয়েছে। এর আগেও তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।