হবিগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, খালা-খালু কারাগারে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় খালুর ধর্ষণের শিকার হয়ে ছয়মাসের অন্তঃসত্ত্বা হয়েছে এক স্কুলছাত্রী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালুসহ খালাকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- বাহুবল উপজেলার ছোট বড়ইউড়ি গ্রামের আব্দুর রউফ (৪৫) ও তার স্ত্রী মোছা. হাফসা বেগম (৩৫)।
বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
পুলিশের এই কর্মকর্তা বলেন, মা মারা যাওয়ার পর থেকে ওই ছাত্রী তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। এ সুযোগে ভয়ভীতি দেখিয়ে খালু ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ছয়মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালু আব্দুর রউফ ও খালা মোছা. হাফসা বেগমকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জিকেএস