নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৩ জুন ২০২২
ফাইল ছবি

পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যজনের হয়ে অংশ নেওয়ায় (প্রক্সি) চারজনকে বিভিন্ন মেয়াদ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুন) দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল তাদের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. পাভেল (২৬) ও মো. জাহিনুর মুন্সি জাহিদকে (২৯) এক বছর করে কারাদণ্ড এবং মো. মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমনকে (২৯) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল জানান, নিয়োগ পরীক্ষা শুরু পর এদের সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের সাজা দিয়ে কারগারে পাঠানো হয়।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।