মানিকগঞ্জে বাঘ মনে করে মেছো বিড়াল ধরলো গ্রামবাসী

মানিকগঞ্জের ঘিওরে ধানের ক্ষেত থেকে আহত অবস্থায় একটি মোছো বিড়াল ধরেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় বাঘ ধরা পড়েছে বলে প্রচার হলে লাঠি নিয়ে ভিড় জমান স্থানীয়রা।
শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা এলাকায় প্রাণীটি ধরা পড়ে।
ফুলহারা গ্রামের বাসিন্দা হোসেন শেখ জানান, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে দুপুরে ধান কাটার সময় প্রাণীটি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে বাঘ মনে করে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে। এরপর আহত অবস্থায় উদ্ধার করে বড়টিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মোল্লা রওশন জানান, স্থানীয়রা আহত প্রাণীটিকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাণিসম্পদ ও বন কর্মকর্তাদের জানানো হয়। আঘাত পাওয়ায় মেছো বিড়ালটি উঠে দাঁড়াতে পারছিল না। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ জানান, আহত প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এটি এখন আগের চেয়ে সুস্থ। স্থানীয়দের কাছে এটি মেছো বাঘ হিসেবে পরিচিত। বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তাদের কাছে হস্তান্তর করা হবে।
পরে রাত ৯টার দিকে উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, ধরাপড়া প্রাণীটি মেছো বাঘ নয়, মেছো বিড়াল। এটি সাধারণত ধানক্ষেতেই থাকে। ইঁদুরই এদের প্রধান খাবার। মেছো বিড়াল মানুষের কোনো ক্ষতি করে না। স্থানীয়রা মেছো বাঘ মনে করে ধরেছে। সুস্থ হওয়ার পর পুনরায় ছেড়ে দেওয়া হবে।
বি.এম খোরশেদ/এমএইচআর