আইনমন্ত্রীকে নিজ হাতে বোনা কাঁথা উপহার দিলেন প্রতিবন্ধী হনুফা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৪ জুন ২০২২
আইনমন্ত্রীকে নিজের বোনা কাঁথা তুলে দেন হনুফা বেগম

নিজের হাতে বোনা কাঁথা আইনমন্ত্রীকে উপহার দিতে পেরে আপ্লুত শারীরিক প্রতিবন্ধী হনুফা বেগম (৩৫)।

শনিবার (৪ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের হাতে তিনি কাঁথাটি তুলে দেন।

এসময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, হনুফা বেগমের স্বামী রিকশাচলাক শাহ আলম (৩৮) বাক প্রতিবন্ধী। তাদের কোনো সহায়-সম্পদ নেই। নিজেদের থাকার মতো কোনো ঘরও ছিল না। তিন শিশু সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। স্বামীর আয়ে সংসার না চলায় কাঁথা সেলাইয়ের কাজ করেন হনুফা। দু বছর আগে তাদের প্রতিবন্ধী ভাতা ও ভিজিডির কার্ড করে দেই। পরে মুজিববর্ষে হতদরিদ্রদের জায়গাসহ ঘর উপহার দেওয়া শুরু হলে সেই তালিকায় প্রাথমিকভাবে তাদের অন্তর্ভুক্ত করি। আইনমন্ত্রী আনিসুল হকের আন্তরিক প্রচেষ্টায় এ প্রতিবন্ধী দম্পতি কেন্দাই গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পে জায়গাসহ ঘর পান। ঘর পাওয়ার পর মন্ত্রীকে উপহার দিতে একটি কাঁথা বোনেন তিনি। আজ (শনিবার) নিজের হাতের বোনা কাঁথা মন্ত্রীর হাতে তুলে দেন তিনি। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন হনুফা বেগম।

এ বিষয়ে হনুফা বেগম জাগো নিউজকে বলেন, মন্ত্রী মহোদয়ের জন্য আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। উনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে নেই। এ কাঁথা বানিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম কবে মন্ত্রী মহোদয়কে দিবো। অবশেষে তার হাতে কাঁথা তুলে দিতে পেরেছি তাতেই আমি অনেক খুশি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।