ছোট ভাইকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৫ জুন ২০২২

ঝালকাঠির নলছিটিতে ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান। রোববার (৫ জুন) সকালে নলছিটি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেশকাত ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে।

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন মেহেদী হাসান।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জের ধরে গত রাতের কোনো এক সময় মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত ও পাঁ ভেঙে গুরুতর জখম করেন তিনি। পরে রুমের ভেতর আটকে রাখেন বড় ভাই মেহেদী হাসান।

সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাদের বড় ভাই রুহুল আমিনকে জানান মেহেদী। এরপর দ্রুত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মেশকাত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শেরেই বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।