গাজীপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ জুন ২০২২

গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়। রোববার (৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুরে রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. সোহরাব হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জয়দেবপুর লেভেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত ও একটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও একেবারে বন্ধ ছিল না।

rail1

সরেজমিনে দেখা গেছে, লেভেল ক্রসিং বন্ধ হয়ে পড়ায় দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া পথচারীরা ঝুঁকি নিয়ে বগির ফাঁকা স্থান দিয়ে লেভেল ক্রসিং এলাকা পার হচ্ছেন। এ পথে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর আদালত পাড়া, ফায়ার স্টেশন, তাজউদ্দীন আহমদ মেডিকেলসহ গুরুত্বপূর্ণ অফিস আদালতে গাড়ি ও অ্যাম্বুলেন্স এমনকি রিকশা পর্যন্ত চলাচল করতে পারছেন না। এতে দুইপাশে যানজটও সৃষ্টি হয়েছে।

জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেলওয়ের স্থানীয় উদ্ধারকর্মীরা বগি উদ্ধার কাজ শুরু করেছেন। দ্রুতই বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।