যমুনায় বালুবাহী নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৫ জুন ২০২২
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে বালুবাহী নৌকা ডুবে সাহেব আলী (৪৫) ও হুমায়ুন খান (৪০) নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার টিনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

সাহেব আলী ইসলামপুরের শশারিয়াবাড়ি গ্রামের বকুল মিয়ার ছেলে ও হুমায়ুন একই গ্রামের বাদশা খানের ছেলে।

উদ্ধার হওয়া শ্রমিক আবুল কালাম আজাদ বলেন, ফুটানি এলাকা থেকে বালু তুলে ইসলামপুরের টিনেরচর এলাকায় পৌঁছলে নৌকাটি ডুবে যায়। পরে তিনিসহ শাজাহান, ভিক্কু সাঁতরে ওপরে উঠে আসেন। কিন্তু হুমায়ুন ও সাহেব আলী উঠতে পারেননি।

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, বালুবাহী একটি নৌকা নদীপথে মোরাদাবাদঘাট এলাকার দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে নৌকাটি টিনের চর এলাকায় ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৯ জন শ্রমিকের মধ্যে সাতজন তীরে উঠলেও দুজন পানিতে ডুবে নিখোঁজ হন।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান, কোথায় নৌকাটি ডুবে গেছে তারা সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। খুঁজতে দেরি হলেও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।