ভৈরব নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৫ জুন ২০২২

ভৈরব নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদ ও ঠিকাদারের শাস্তির দাবিতে যশোর সংবাদ সম্মেলন করেছে ‘জনউদ্যোগ’ নামের একটি প্রতিষ্ঠান।

রোববার (৫ জুন) আইইডি যশোর অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ।

তিনি বলেন, ভৈরব নদে ড্রেজিং মেশিন বসিয়ে দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে মাসাধিককাল ধরে বালু তোলা হচ্ছে। এসব বালু দিয়ে পুলিশ লাইনের পুকুর ভরাট করা হচ্ছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দীর্ঘদিন ধরে এ বালু উত্তোলন কার্যক্রম বুঝিয়ে দিচ্ছে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো মেনে চলার প্রয়োজন দেখা দেয়নি।

jagonews24

রুকুনউদ্দৌলাহ বলেন, পুকুর ভরাট ও নদীর গভীর থেকে বালু উত্তোলন দুটিই পরিবেশ বিপর্যয়ের কারণ। যারা এ কাজ বন্ধ করবেন তারাই বালু উত্তোলন কাজের সঙ্গে জড়িত।

এসময় জনউদ্যোগ আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ, আইনজীবী আবুল হোসেন, আইইডি ব্যবস্থাপক বীথিকা সরকার. জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।