ভৈরব নদে গোসলে নেমে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৫ জুন ২০২২

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে আল মামুন মল্লিক (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার (৫ জুন) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ঘেয়াঘাটে এ ঘটনা ঘটে। আল মামুন মল্লিক সিদ্ধিপাশা গ্রামের মোজাফ্ফার মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি সজীব হাওলাদার জানান, দুপুরে তিন যুবক নৌকায় উঠে নদীর মাঝে এক সঙ্গে ঝাঁপ দেন। এসময় দুই যুবক সাঁতরে নদীর তীরে পৌঁছালেও অপরজন নদীতে ডুবে যায়। পরে কয়েকটি নৌকা নিয়ে এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য শেখ তরিকুল ইসলাম জানান, দুপুরে সিদ্ধিপাশা গ্রামের মিজানুর বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (২০), একই গ্রামের ইয়াছিন মোড়লের ছেলে বোরহান মোড়ল (১৯) ও তাদের বন্ধু আল মামুন মল্লিক এক সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। তারা এক সঙ্গে নদীতে ঝাঁপ দিলে আল মামুন নিখোঁজ হন।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্য হুমায়ুন আহমেদ জানান, ছয় সদস্যের একটি ডুবুরীদল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।