একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে মারা গেলেন শিক্ষিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৫ জুন ২০২২
স্বামী ও কন্যাসন্তানের সঙ্গে পলি রানী দেব

হবিগঞ্জের বানিয়াচংয়ে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার পর মারা গেছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা।

রোববার (৫ জুন) ভোরে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মৃত পলি রানী দেব (২৮) উপজেলার যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মরত দীপক দেবের স্ত্রী।

স্থানীয়রা জানান, পলি রাণী দেবের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি তিনি আবারও অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্ম দিতে কয়েকদিন আগে তিনি সিলেটের একটি ক্লিনিকে ভর্তি হন। তিনদিন আগে সিজারিয়ানের মাধ্যমে তিন কন্যাসন্তান জন্ম দেন পলি। এর পরপরই অবস্থার অবনতি ঘটলে তাকে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার তিনি মারা যান।

এদিকে, জন্ম নেওয়া তিনটি শিশুর মধ্যে একজন মারা গেছে। অপর দুজন রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।