নিখোঁজের পর পুকুরে মিললো সাংবাদিকের মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৬ জুন ২০২২
সাংবাদিক আবু জাফর প্রদীপ

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামে এক সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) দিবাগত রাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নিহত প্রদীপ ওই এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন সাংবাদিক। পাশাপাশি দলিল লেখক ও মানবাধিকারকর্মী ছিলেন।

নিহত প্রদীপ কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সরেজমিনে পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

নিখোঁজের পর পুকুরে মিললো সাংবাদিকের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর নিজ বাড়ির পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ড নীলয় জাগো নিউজকে বলেন, প্রদীপ অত্যন্ত ভদ্রলোক ছিলেন। আমাদের ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জমিজমা সংক্রান্ত প্রতিহিংসার শিকার হয়ে এই হত্যাকাণ্ড ঘটনো হয়েছে বলে আমাদের ধারণা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতকদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা করার পাশাপাশি মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।