ভৈরব নদে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৬ জুন ২০২২

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আল মামুন মল্লিকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল মামুন মল্লিক সিদ্ধিপাশা গ্রামের মোজাফ্ফার মল্লিকের ছেলে। তিনি ফুলতলার আইয়ান জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নওয়াপাড়া নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে সোনাতলা বাজার খেয়াঘাট থেকে আল মামুন মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মরদেহ অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, ভৈরব নদে ডুবে যাওয়া আল মামুন মল্লিক নামে এক যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৫ জুন) দুপুরে সিদ্ধিপাশা ইউনিয়নের আফিল গেট খেয়াঘাটে তিন বন্ধু একসঙ্গে ভৈরব নদে গোসল করতে ঝাঁপ দেন। এসময় সিদ্ধিপাশা গ্রামের মিজানুর বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস ও একই গ্রামের ইয়াছিন মোড়লের ছেলে বোরহান মোড়ল সাঁতরে তীরে উঠলেও আল মামুন মল্লিক নদীতে ডুবে যান।

মিলন রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।